নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের সাগর পাড় এলাকার ত্রাস, ‘মুনিয়া বাহিনী’র প্রধান শাহাদত হোসেন ওরফে মুনিয়াকে (৪১) আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশে তৈরি এলজি ও ২টি কার্তূজ উদ্ধার করা হয়।
আজ সোমবার (২৯ জুন) মধ্যরাত ২টায় গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
ধৃত শাহাদত হোসেন ওরফে মুনিয়া কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার হাজী আবু শামা ও নুরুল দিদা দম্পতির ছেলে।
পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া জানান, ধৃত মানস বড়ুয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, মানব পাচার, চুরি, মারামারি ও দ্রুত বিচার আইনসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
পুলিশ পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযানে অংশ নেন জেলা পুলিশ পুলিশের পরিদর্শক রূপল চন্দ্র দাস ও এস এম মিজানুর রহমান, কনস্টেবল এমরান হোসেন, মো. মিরাজ হোসেন, মো. জাবের হোসেন ও আবদুল হাই।
এই ঘটনায় ধৃত শাহাদত হোসেন ওরফে মুনিয়ার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। এই মামলা বাদী হলেন পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া।