ইরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। ওই কর্মকর্তার নাম রেজা আসগারি।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর গুপ্তচর হিসেবে কাজ করার দায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানা যায়। এই নিয়ে গত এক মাসে ইরানে এটি দ্বিতীয় গুপ্তচর বিষয়ক মৃত্যুদণ্ড।
দেশটির আদালতের মুখপাত্র গোলাম হোসেন ঈসমাইলির বরাতে জানা যায়, গত সপ্তাহে রেজা আসগারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আকাশসীমা নিয়ে কাজ করতেন। ২০১৬ তিনি চাকরি থেকে অবসর নেন।
ঈসমাইলি জানান, তার চাকরিকালীন শেষ বছরে তিনি সিআইএতে যোগ দেন এবং গুপ্তচর হিসেবে কাজ করেন। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে ইরানের মিসাইল বিষয়ক তথ্য বিক্রি করেন। এটার জন্য তিনি তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। তিনি ধরা পড়েন এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত তার মৃত্যুদণ্ডাদেশ দেন।
এর আগে জুন মাসে জালাল হাজিজাভার নামে আরেক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। তিনিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। ২০১৬ সালের একই অভিযোগে এক পরমাণু বিজ্ঞানীকেও ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল ইরান।