নিজস্ব প্রতিবেদক
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বদলি করা হয়েছে। দ্রæত সময়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে নিদের্শ দেওয়া হয়েছে।
৫জুলাই ‘টেন্ডার কমিটির অবহেলায় ফেরত গেছে চকরিয়া সরকারী হাসপাতালের বরাদ্দের কোটি টাকা’ শিরোনামে আমার কক্সবাজারসহ কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিক তথ্যবহুল সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই কর্মকর্তা জেলাজুড়ে ব্যাপক সমালোচিত হয়। এরই জের ধরে তাকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বদলি করা হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার মূল্যায়ন কমিটির অবহেলায় বরাদ্দের প্রায় ১কোটি টাকা ফেরত গেছে। সঠিক সময়ে দুইবার টেন্ডার প্রক্রিয়া শেষ করতে না পারায় এ টাকা ফেরত যায়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজকে লামায় বদলি করা হয়েছে। এই সংক্রান্ত চিঠি হাসপাতালে পৌঁছেছে। অন্য একটি চিঠিও রয়েছে। এবিষয়ে আপনারা জানতে পারবেন শীঘ্রই।