লাদাখ কাণ্ডে চীনের অ্যাপ ও সার্ভিস বর্জন শুরু করেছে ভারত। সম্প্রতি ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্র। অনেকের মতো ভারত সরকারও মনে করছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম আসলে চীনের কোম্পানি। কিন্তু উলটো তথ্য দিল জুম।
সম্প্রতি জুমের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ভেলচামি সিংহলিংগম জানিয়েছে, ভারতে অনেকেই আমাদের কোম্পানিকে চীনের কোম্পানি ভেবে ভুল করছেন। আমরা এই ধারনা ঠিক করতে চাই। আমরা নিজেদের পরিচয় স্পষ্ট করতে চাই। জুম মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি। ক্যালিফোর্নিয়ার স্যান হোসে শহরের ন্যাসড্যাকে কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। চীনে কোম্পানির অফিস থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসের অধীনে কাজ করে।
তিনি আরও বলেন, ভারতে লগ্নি বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটির। সরকারের সব নিয়ম মেনে চলতে ভারতে নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তবে, জুমের সিইও এরিক এস ইউয়ান আসলে চীনের নাগরিক। তার উপর ভর করেই এই কোম্পানিকে চীনের কোম্পানি মনে করছে ভারত।