নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার (কক্সবাজার-১) সাংসদ আলহাজ্ব জাফর আলমের ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র ৪০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১০ (জুলাই) বিকেলে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমপি’র পক্ষে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শরাফাত উল্লাহ ওয়াসিম।
মগনামা ইউপি চেয়ারম্যান শরাফাত উল্লাহ ওয়াসিম বলেন, বিশ্বব্যাপী চলমান করোনা সংকটে নিম্ন আয়ের মানুষের আর্থিক অবস্থা খুবই নাজুক। এই পরিস্থিতে সাংসদ জাফর আলমের ব্যক্তিগত তহবিল হতে দেয়া ত্রাণসামগ্রী কর্মহীন পরিবার ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে বলে মনে করি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এমপি’র প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এমপি ব্যক্তিগত তহবিল হতে বিতরণ করা এ ত্রাণ সহায়তায় প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি পিঁয়াজ দেয়া হয়েছে।