নিজস্ব প্রতিবেদক
উখিয়ায় গাছে ঝুলন্ত অবস্থায় শারমিন আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার আলী আহমদের মেয়ে।
শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ শারমিনের বাড়ির আঙ্গিনার একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শারমিন আত্মহত্যা করেছে।
বিষয়টি সম্পর্কে জানতে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীকে একাধিকবার ফোনে চেষ্টা করেও রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার জানান, প্রেম সংক্রান্ত কারণে শারমিন আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সে কাপড়-চোপড় নিয়ে ঘর থেকে বেরিয়েছে আর ফিরেনি। হত্যা না আত্মহত্যা বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, এটি প্রেমঘটিত বিষয় হিসেবে প্রেমিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। মেয়েটি ধর্ষিত হয়েছে কিনা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তখন আইনগত পদক্ষেপ নেয়া হবে।
মেয়েটি ৬ষ্ট শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে বলেও জানান তিনি।