নিজস্ব প্রতিবেদক
রামুতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন মজাহারুল উলুম মাদ্রাসার পাশে কৃষি জমিতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
খবর পেয়ে সকাল সাতটায় রামু থানার এসআই গনেশ চন্দ্র শীল ওইস্থানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। এসময় মৃতদেহের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।
স্থানীয়দের ধারনা, হয়তো পরিকল্পিতভাবে যুবকটিকে অন্য কোথাও জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ঘটনা ধামাচাপা দিতে এখানে কৌশলে মৃতদেহ ফেলে দিয়ে গেছে। লাশটি রামু থানায় রাখা হয়েছে।
কেউ পরিচয় পেয়ে থাকলে রামু থানায় সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল, এস আই গণেশ ০১৮৩৬৩০২০০৭ ডিউটি অফিসার ০১৭৩২৩৯৮৩২৩।