নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলায় একই পরিবারে চারজনসহ ৫ব্যক্তি দেহে করোনা শনাক্ত হয়েছে। রামু ফতেখাঁরকুলের হাইটুপি এলাকার সুব্রত রনজন বড়ুয়া পরিবারের ৪ জন। অপরজন জোয়ারিয়ানালার চর পাড়ার মোহাম্মদ কবির (৬৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া। তিনি বলেন, ১ জুলাই ১৫ জন নমুনা দিয়েছিল তার মধ্যে আজ ৫ জনের করোনায় পজেটিভ আসে।