নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলার রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার এক ছাত্র দীর্ঘ একমাস ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম সাজ্জাদ হোসেন (১২)।
জানা যায়, রাজারকুল ইউনিয়নের নয়াপাড়ার ৫নং ওয়ার্ডের মুফিজুর রহমান ও খতিজা বেগমের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (১২) গত ২৮ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরিচ্যা ধোয়াপালং মিলঘর এলাকার নানার বাড়ি থেকে ঘুরতে বের হয়ে অদ্যাবধি বাড়ি ফিরেনি।
ছেলেটির বাবা সিএনজি চালক মুফিজুর রহমান জানান, তার ছেলে হারিয়ে যাওয়ার সময় মাথায় সাদা টুপি, গায়ে খয়েরি রংয়ের জুব্বা ও পরনে নীল রংয়ের চেকের লুঙ্গি ছিল এবং আনুমানিক ২৫ হাজার টাকা দামের একটি স্কীনটাচ মোবাইলও ছিল।
তার বাবা বলেন, আমার ছেলে ১২ বছরের সাজ্জাদকে সকল আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোন সন্ধান পাইনি।
তিনি বলেন, আপনারা কেউ বা কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিচের নাম্বারে ফোন করলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। ছেলের বাবার মোবাইল নাম্বার 01839500073। প্রতিবেদকের মোবাইল নাম্বার-01817757079।