নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজের ফাতের ঘোনায় অভিযান চালিয়ে ২০০০ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি। ওইসব ইয়াবা পাচারের সময় জড়িত দুই ইয়াবা ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একটি চৌকশ পুলিশের টিম এই অভিযান পরিচালনা করেন।
ইয়াবা নিয়ে ধৃতরা আসামীরা হলেন, পূর্ব লাইট হাউজ পাড়ার ফাতের ঘোনা এলাকার ইসমাইলের ছেলে মোঃ হোসেন ও একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মোঃ রাসেল।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন জানান, ফাতের ঘোনা এলাকাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। ওই সময় পূর্ব লাইট হাউজ পাড়া ফাতের ঘোনা মাস্টার মৃত আব্দুর রহিমের ভাড়া বাসায় মোঃ হোসেনের বসতঘর তল্লাশি করা হয়।
ইয়াছিন জানান, পুলিশ গিয়ে মোঃ হোসেন ও রাসেলের লুঙ্গির কোচে লুকিয়ে রাখা ২০০০ ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।