মুজিববর্ষ উপলক্ষে দশলক্ষ বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে মৌলভিবাজার জেলার কূলাঊডা্ উপজেলায় পানাই নদীপাডে্ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ সচিব কবীর বিন আনোয়ার।
নদীটি৬৪ জেলা নদীখাল খনন প্রকল্পের আওতায় চলতি বছর খনন করা হয় নিখঁতভাবে মাটি ব্যবস্থাপনা করে পাড্ বাধাই করা হয়েছে। ৩৯.৫ কি:মি: এর মধ্যে ৩৩ কি: মি:খনন সম্পন্ন হয়েছে। উভয় পাডে্ই গাছ লাগানো হবে। নদীটি মৌলভিবাজারের কালাপাহাড্ থেকে উৎপন্ন হয়ে ৩৯.৫ ক:মি: একঁে বেঁকে হাকালুকি হাওরে পতিত হয়েছে।