নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারে টেকনাফে অ্যাকশন এইড এনজিও সংস্থা ব্যাবহৃত একটি বাস থেকে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ মো. শাহেদ (১৯) নামের বাস চালক কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ডিএনসি।
সে উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিকদারবিল এলাকার শাহ আলমের ছেলে।
টেকনাফ ডিএনসি’র সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে পৌরসভার পুরাতন ট্রান্সপোর্ট এলাকায় বাদশা ভাত ঘরের সামনে হতে একটি মিনি বাসে তল্লাশী চালিয়ে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাসটির চালককে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান- গাড়িতে প্রাপ্ত কিছু ডকুমেন্টস হতে ধারণা করা হয় এটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন।
আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে সূত্র জানিয়েছে, মিনি বাসটি অ্যাকশন এইড নামক একটি এনজিও সংস্থার যাত্রী বহনের কাজে নিয়োজিত।