উখিয়ার কোটবাজারে ভাড়া বাসায় এক এনজিওকর্মী আত্মহত্যা করেছে।
বুধবার (১৫ মে) সন্ধ্যার পর কোটবাজারের দক্ষিণ স্টেশনের ঝাউতলার স্থানীয়রা ওই ভাড়া বাসার জানালা থেকে একটি মরদেহ ঝুলতে দেখে।স্থানীয়রা ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন।
তাঁর নাম আব্দুল্লাহ আল মাসুদ, তাঁর বাড়ি মহেশখালীর ফকিরা ঘোনায়।তিনি আইএনজিও এনআরসিতে চাকুরী করেন বলে জানা গেছে।
রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার জানান, ৫ মাস আগে মাসুদ এ বাসাটি ভাড়া নেন, প্রতিদিন মটর থেকে পানি নিতেন তিনি, আজকে হটাৎ পানি জন্য না যাওয়ায় ওই বাসার মালিক রাসেল ও স্থানীয় কয়েকজন মিলে
তাঁর কক্ষে খোঁজ করতে গেলে জানালা দিয়ে দেখতে পান উপরে একটি রশি ঝুলছে এবং নিচে একটি চেয়ারে তাঁর মরদেহটি পড়ে আছে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে উখিয়া থানা পুলিশের একটি টিম অবস্থান করছে।