উখিয়ায় অবৈধ অস্ত্র-গুলিসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র-গুলি, ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যা ব-১৫। উপজেলার পালংখালী এলাকায় গত বুধবার (১৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম সাইফুল ইসলাম। তিনি পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকার বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যানব-১৫-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন।
মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার রাতে পালংখালী এলাকায় সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি দেশে তৈরি ওয়ান শুটার গান, ২০ রাউন্ড কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বসতবাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

%d bloggers like this: