কক্সবাজারে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মহিলা আটক

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)

কক্সবাজারর সদর থানাধীন লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ সুফিয়া খাতুন (৩৪) নামে একজন মহিলাকে র‌্যাব-১৫ এর সদস্যরা আটক করেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল সোমবার (২৪ অক্টোবর) সাড়ে ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন ০৫নং ঝিলংজা ইউপিস্থ লিংক রোডের পূর্বপাশে আলী আহমদ টাওয়ারের সামনে কক্সবাজার টু টেকনাফগামী মহাসড়কের নিকট অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার নিকট হতে *সর্বমোট ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মহিলা হলেন,টেকনাফ পৌরসভা
৬নং ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া মৃত আব্দুস শুক্কুরের মেয়ে ও
হাফিজ উল্লাহ এর স্ত্রী সুফিয়া খাতুন (৩৪)।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটক মহিলা জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তন্তর করা হয়েছে।

Leave a Reply