কক্সবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কক্সবাজারে গুরা মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মুফিজুল আলম সিকদার, আবু কাউসার, সাজ্জাদ হোসেন সিকদার, শামশুল আলম, নুরুল কবির ও শাকের আলী। রায় ঘোষণার সময় শাকের আলী ব্যতীত অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ৭ জুলাই সকাল ৯টার দিকে চাষাবাদের জমি দখল নিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হন চাষি শামশু আলম ওরফে গুরা মিয়া। এ ঘটনায় পরদিন নিহত শামসু আলমের পিতা নূর মোহাম্মদ বাদী হয়ে ২৬ জনকে আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

Leave a Reply