কক্সবাজার সৈকতে ভেসে এলো ‘ইয়েলো-বেলিড সি স্নেক’

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে বিরল প্রজাতির ‘ইয়েলো-বেলিড সি স্নেক’। বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে সাপটি দেখতে ভিড় করেন পর্যটকরা।

কক্সবাজার সৈকতের বিচকর্মী মাহবুব বলেন, সুগন্ধা পয়েন্ট ‘ইয়েলো-বেলিড সি স্নেক’ নামের সাপটি দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে গায়ে বালু মারতে থাকলে সাপটি সাগরে চলে যায়। এটি বিষধর সাপ। এদের পেটের রঙ হলুদ এবং দেহের উপরিভাগ কালো।

স্থানীয় সাংবাদিক আহমদ গিয়াস জানান, এটা বিষধর সাপ। সচরাচর এদের দেখা যায় না। গত বছরের জুনে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা যায়।

Leave a Reply