ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, তাদের পরিবারের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য একজন ম্যাজিস্ট্রেট ও অ্যাডিশনাল কমিশনারকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাওয়ার সময় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানচাপায় নিহত হন পাঁচ ভাই।

পুলিশের প্রাথমিক ধারণা, পিকআপ ভ্যানের চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। তবে পরিবারের সদস্যদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা সাত ভাই ও এক বোন সড়কের পাশে দাঁড়িয়েছিলেন।

Leave a Reply