খুটাখালীতে জোয়ার-ভাটার খালে ডুবে নারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে জোয়ার-ভাটার খালের পানিতে গোসল করতে নেমে মূমুর্ষ হয়ে মারা যান ঝুনু বালা শীল (৫৫) নামের এক নারী।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌন ১০টার দিকে সেগুন বাগিচা খালে এ ঘটনা ঘটেছে। ঝুনু বালা শীল খুুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুন বাগিচা-নাপিতপাড়া গ্রামের প্রফুল্ল শীলের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ও প্রয়াত মহেন্দ্র বলীর নাতনী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

মৃত্যূের বিষয়টি নিশ্চিত করেছেন ঝুনু বালার পরিবার সদস্য স্বপন কুমার শীল। তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে জোয়ার-ভাটার খালের পানিতে কাপড়-চোপড় ধোঁয়া শেষে গোসল সারতে হাঁটু সমান পানিতে ডুব দেন ঝুনু বালা। এ সময় তিনি গোসল সেরে উঠতে-উঠতে একপর্যায়ে মুমুর্ষ হয়ে পড়ে। তার এমন অবস্হা দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খুুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, লাশ বাড়িতে আনার পর পারিবারিকভাবে তাঁর দাহ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: