টেকনাফে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা আটক

আব্দুস সালাম,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গুম গাছতলা এলাকায় অভিনব কায়দায় মাদক পাচারকালে পুলিশ অভিযান চালিয়ে ২ হজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
টেকনাফ মডেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সোমবার (২৩ জানুয়ারী) রাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ- আল-ফারুকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের অর্ন্তগত টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন অলিয়াবাদ রাস্তার মাথায় অবস্থিত গুম গাছ তলা কাঁচাবাজারের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে
হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের এফসিএন নং ২৬১৮৬২,ব্লক ডি/১০,-বি এর বাসিন্দা আবু তালেবের ছেলে
মোহাম্মদ আজীজ (৩৬) এর হেফাজত থেকে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় কসটেপ ধারা মোড়ানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।

Leave a Reply

%d bloggers like this: