টেকনাফের হ্নীলা ইউপির আলীখালী এলাকায় র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র ও ইয়াবাসহ জাফর আলম ওরফে কালাবুলু (৩০) নামে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে র্যাবের টেকনাফ ক্যাম্পের ১টি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র ও মাদকসহ আটক করে।
সূত্র মতে- আটক মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ পশ্চিম আলীখালী ঠাকুরের পাহাড়ে অবস্থান করছে এমন তথ্যর ভিত্তিতে র্যাব গিয়ে ঐ ব্যক্তিকে আটক করে।
আটককৃত জাফর টেকনাফ উপজেলার উত্তর আলীখালী গ্রামের নুরুল কবিরের ছেলে। এ সময় জাফরের কাছে থাকা বস্তা তল্লাশি করে ৪ রাউন্ড গুলি, ৩টি দেশিয় ওয়ান শুটার গান ও ১৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতি:পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, আটক জাফর টেকনাফের কুখ্যাত সন্ত্রাসী শাহ আলম ডাকাত গ্রুপের একজন সক্রিয় সদস্য, চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি।তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।