টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান রাখার বিষয়ে বাকবিতন্ডার জেরধরে বন্ধুর ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামের যুবকের মৃত্যু হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার করিমের ছেলে।
রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে রবিউল ঔষধ নিতে আসলে একই এলাকার মো. সাইফুল (২২) হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এর আগে শনিবার (১০ জুন) সন্ধ্যা ঘাতক সাইফুলের সাথে রবিউলের ইয়াবার চালান রাখার বিষয়ে কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত রবিউলের পরিবার জানায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে রবিউল মারা যায়।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, লাশ ময়নাতদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।