টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ট্রাক জব্দ

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ ১টি ট্রাক জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কাজী আল আমিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কতৃর্ক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্বের তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আগত একটি ট্রাক চিহ্নিত করে আটক করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির ড্রাইভার ও হেলপার ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়। জব্দকৃত ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ইঞ্জিন কাভারের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান,পরবর্তীতে জব্দকৃত ট্রাক ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

%d bloggers like this: