টেকনাফে পরিত্যক্ত অবস্থায় মরদেহ উদ্ধার

টেকনাফে আব্দুর রহমান নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার পুরান পাড়ার মৃত ইয়াছিনের ছেলে। সোমবার (১৭ অক্টোবর) সকালে নয়াপাড়া স্কুল মাঠ থেকে লাশটি উদ্ধার করেছে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ভোরে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটির মুখে জখমের চিহ্ন রয়েছে এবং নাক থেকে রক্ত ঝড়ছিলো।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে এখনো পরিষ্কার কোন কিছু বলা যাচ্ছেনা। তবে এই ঘটনার কারন উদঘাটন ও দোষীদের সনাক্ত করতে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।

Leave a Reply

%d bloggers like this: