টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২২ আসামী গ্রেফতার

আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মানবপাচার, অপহরণ ,চুরি, গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ সর্বমোট ২২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার নবাগত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (২অক্টোবর) ভোর ৫ থেকে সকাল ৮ টা পর্যন্ত কক্সবাজার জেলার পুলিশ সুপার, মো. মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), মহোদয় এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, মোঃ শাকিল আহমেদ (বিপিএম) মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে এবং ওসি মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারের সাথে জড়িত ১জন সন্দিগ্ধ আসামী টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার আবদুর রহিমের ছেলে হায়দার আলী (৩৬)।
অপহরণ মামলার ১জন এজাহার নামীয় আসামী হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভী বাজার নাইক্ষ্যংখালীর আব্দুল হাকিমের ছেলে আব্দুল জলিল (২৫)।
চুরির সাথে জড়িত ১জন সন্দিগ্ধ আসামী টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়ার রফিকুল ইসলামের মোঃ ইউনুছ (১৯),পুলিশ এ্যাসল্ট মামলার ৪জন সন্দিগ্ধ আসামী নয়াপাড়া, রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প ব্লক-ডি, শেড-৭৪৯/৪, এমআরসি-৩৩৯৮৩ এর বাসিন্ধা আনু মিয়া প্রকাশ নাগুর ছেলে আনোয়ারা সাদেক প্রকাশ সেলিম (২০), ব্লক-ডি, শেড-৭৫৮/১,২, এমআরসি নং-২৭০৫৩ এর বাসিন্ধা মৃত আমিন প্রকাশ মোহাম্মদের আবুল হোসেন (২১), ব্লক-বি, শেড-৭৪৯/২,এমআরসি-৬১২৮৭ এর বাসিন্ধা আব্দুল জলিলের ছেলে নুরুল আমিন (২০),ব্লক-বি এর বাসিন্ধা আবুল বশরের ছেলে মোঃ ছলিম (২১)।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১২টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী যথাক্রমে বাহারছড়া ৯নং ওয়ার্ড নোয়াখালী পাড়ার হোসাইনের ছেলে মোঃ ইব্রাহীম, হ্নীলা দরগাপাড়ার মৃত মোঃ ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৬),টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার জহির আহম্মদের ছেলে জাফর আলম (২৮), (২টি ওয়ারেন্ট), নাইট্যংপাড়ার মৃত রহমত উল্লাহ’র ছেলে মোঃ জাকারিয়া (২৭),কে কে পাড়ার বশির আহমদের স্ত্রী সানজিদা বেগম,শাহপরীর দ্বীপ, উত্তর পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে লাল মিয়া (৪৮), হ্নীলা পূর্ব রঙ্গিখালীর মৃত নুর আহমদের ছেলে জালাল উদ্দিন (৩০),হোয়াইক্যং কাঞ্জর পাড়ার সামছুল আলমের ছেলে আরফাত উদ্দিন (১৯),ঝিমংখালীর আবুল বশরের ছেলে আক্তার হোসেন (৩৪), উনচিপ্রাংয়ের আবুল মনজুরের ছেলে মোঃ ইউসুফ (৩৩), কুতুবদিয়া পাড়ার মৃত জাফর ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩২)।
১টি সিআর ওয়ারেন্টভুক্ত আসামী হ্নীলা জাদিমুড়ার
দিল মোহাম্মদের ছেলে ধল্যা মিয়া (৩২)।
২জন পুলিশ আইনের ৩৪(৬) ধারা মোতাবেক হ্নীলা রঙ্গিখালী স্কুল পাড়ার মৃত হাজী মকবুল আহমদের দুই ছেলে মোঃ সুলতান আহমেদ প্রকাশ বতাইশা প্রকাশ মিঠা হাজী (৪০), মোঃ আব্দুর রহমান (৩০) সহসর্বমোট ২২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসীদেরকে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply