টেকনাফে মদকসহ আটক ১

টেকনাফ দেশীয় (চোলাই মদ) সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশের। গ্রেফতারকৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোদারবিলের মৃত মুছা আলীর ছেলে শামশুল আলম (৪২)।

রবিবার (১৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে তিনটার দিকে টেকনাফ পৌরসভা ৪নং ওয়ার্ডের ইসলামবাদ এলাকায় জুবায়ের প্রকাশ ভুট্টোর ভাঙ্গারী দোকানের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ।

বরিবার দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ গ্রেফতার আসামিকে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: