টেকনাফে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলো এক স্কুল ছাত্র

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ি এলাকার ডাকাতের কবল থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে নুর হোসেন নামে এক স্কুল ছাত্র আহত অবস্থায় ফিরে এসেছে। অপহৃত স্কুল ছাত্র লেদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ফরিদ আলমের ছেলে ।
বুধবার (২৬ অক্টোবর ) দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান ভূক্তভোগী পরিবার ।
উদ্ধার হওয়া নুর হোসেনের ভাই ছৈয়দ হোসেন বলেন, ২৩ অক্টোবর পাহাড়ের পাদদেশে ধানক্ষেতে হাতি পাহারা দিতে গেলে সেখানে রাত ১টারদিকে ডাকাতের কবলে পড়ে । তখন নুর হোসেন ও তার ভাই ছৈয়দ হোসেন দুইজনকে ডাকাতরা বেঁধে ফেলে। পরে ছৈয়দ হোসেন অসুস্থ বললে তাকে ছেড়ে দিয়ে ডাকাতরা নুর হোসেনকে নিয়ে যায়। তাকে উদ্ধার কিংবা বাঁচাতে হলে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। তখন ছৈয়দ হোসেন বাড়িতে এসে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান। পরে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সর্বশেষে নিরূপায় হয়ে বুধাবার (২৬ অক্টোবর) ২লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে নুর হোসেনকে ফেরত আনেন বলে জানান ভাই ছৈয়দ হোসেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার (ওসি) মো. হাফিজুর রহমান জানান, অধিকাংশ অপহরণের ঘটনা রহস্যজনক। এ ছাড়া বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সত্যতা পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইতিপূর্বেও বিভিন্ন এলাকার ১২ জনকে পাহাড়ি ডাকাতরা আটকে রেখে মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয়। অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় ফিরে আসে।

Leave a Reply