টেকনাফ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় মহিলা দলের দুই নেত্রী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কক্সবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি ও টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি তাহেরা আক্তার মিলি এবং টেকনাফ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি মর্জিনা আক্তার সিদ্দিকী কে দলের সাধারণ সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১৫ মে) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাহের আক্তার মিলি পদ্ম ফুল এবং মর্জিনা আক্তার সিদ্দিকী ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে।

জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নেওয়ায় তৃণমূলের আরও ৫১ নেতাকে বহিষ্কার করেছে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে এ দুজনকেও বহিষ্কার করা হয়।

নির্দেশনার বিরুদ্ধে গিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এ পর্যন্ত ১৯৯ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।

উল্লেখ্য, বাংলাদেশে চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২১ মার্চ (বৃহস্পতিবার) প্রথম ধাপের ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম ধাপের ভোট গ্রহণ হয় ৮ মে।

দ্বিতীয় ধাপের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ২১ মে।

তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে অনুষ্ঠিত হবে।

Leave a Reply