বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে নয়াপাড়া সি/৪ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত ব্যক্তি বান্দরবান আলীকদম থানার ওমর আলী পাড়ার মৃত আঃ শুক্কুরের ছেলে আবুল কাশেম (৩৬)। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মানব পাচার মামলা নং-(৮৯(০৭)২০২২ ইং) রয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সি/৪ ব্লকে একজন ব্যক্তি রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়া গমনের জন্য প্রলোভন দেখাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।