পতাকা বৈঠকে যোগ দিতে মিয়ানমারের প্রতিনিধি দল আসছে কাল

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে যোগ দিতে মিয়ানমারের প্রতিনিধি দল আসছে আগামীকাল।

রবিবার (৩০ অক্টোবর) টেকনাফ এই পতাকা বৈঠক অনুষ্টিত হবে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জন্য উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে, বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য মিয়ানমার বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়। মিয়ানমার বিজিপি রবিবার বৈঠকের সম্মতি জানিয়েছে।

তবে পতাকা বৈঠকটি সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে অনুষ্ঠানের তথ্য জানালেও এতে আরও কী কী বিষয়ে আলোচনা হবে এবং দুদেশের কতজন করে সদস্য অংশ নেবেন, তা বিস্তারিত জানাননি বিজিবির এ কর্মকর্তা।

বৈঠক শেষে বিকেল ৪ টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply