পাহাড় কাটার সাথে যেই জড়িত থাকুক ব্যবস্থা নেয়া হবে : শাহীন ইমরান

কক্সবাজার জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান দুঃখ প্রকাশ করে বলেন, পাহাড় কাটার সাথে আমার সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং যেই জড়িত থাকুক আমাকে বলবেন অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (১৯ ফ্রেব্রুয়ারি) শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সকালে জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। পাহাড় কাটার অভিযোগ নিয়ে বিভিন্ন উপজেলার ইউএনও প্রশ্নের জবাবে জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, পরিবেশের রক্ষায় উপজেলা ভিত্তিক যে কমিটি রয়েছে পাহাড় কাটায় বেশিরভাগ ক্ষেত্রে তারা জড়িত৷

পরিবেশ ধ্বংশ হয় এমন কাজে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় জেলার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন কার্যক্রম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, প্রধানমন্ত্রীর দেয়া মডেল মসজিদের বিষয়ে খোঁজ খবর, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply