কক্সবাজারের পেকুয়ায় দুই ভাইয়ের বসতবাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর গেছে। পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছিরাদিযা এলাকার আক্তার হোসাইন ও কামাল হোসাইনের বসতবাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান দুপুর ১টার দিকে আক্তার হোসাইন ও কামাল হোসেনের বাড়ী থেকে আগুন দেখতে পায়। মুহূর্তেই আগুনের লেলিহান পুরো বাড়ীতে ছড়িয়ে যায়।প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে পরে পেকুয়া ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে পেকুয়া ফায়ার সার্ভিস।তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত না হলেও প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছে। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার কম্বল নগদ অর্থ বিতরণ করা হয়।