মাদক পাচারকারী-কোস্টগার্ড গোলাগুলি, অস্ত্র-গুলিসহ ইয়াবা উদ্ধার

টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র অভ্যন্তরে মাদক পাচারকারীদের সাথে কোস্টগার্ডের গোলাগুলি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এই গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা, ৩০ রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আবদুর রহমান রাত সোয়া আটটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে দুপুরে ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলকায় টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দুপুর ২ টার দিকে একটি বােটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বােটটিকে থামার জন্য সংকেত দেয়। বােটটি সংকেত পেয়েও না থেমে কোস্টগার্ড এর বােটকে লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি ছুুঁড়ে। কোস্ট গার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বােট হতে ইয়াবা পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ বোটটি তল্লাশি করে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট, গােলা ও অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিন গান জব্দ করে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

%d bloggers like this: