মাদক সেবনের টাকা না দেওয়ায় বাবাকে হত্যা

কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের টাকা না দেওয়ায় ছুরি দিয়ে আঘাত করে বাবা বশির আহমদকে হত্যা করেছে তার ছেলে পারভেজ (২২)। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে পারভেজ পলাতক রয়েছেন।

নিহত বশির আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, পারভেজ মাদক সেবনের টাকার জন্য তার বাবার কাছ থেকে প্রায় সময় টাকা চাইতেন। প্রতিদিনের মত আজকেও টাকা চাইলে তার বাবা টাকা দিতে অস্বীকার করেন। এতে ছেলে পারভেজ তার বাবাকে গালমন্দ শুরু করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে এসে বাবাকে আঘাত করেন। পরে প্রতিবেশীরা বশির আহমদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক ছেলে পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

%d bloggers like this: