রামুতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের রামুতে হাবিব উল্লাহ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কানা রাজার গুহার সামনে থেকে রামু থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত হাবিব উল্লাহ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। কী কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত হাবিব উল্লাহর বাবা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ বলেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এখন আমরা মরদেহ নিয়ে ব্যস্ত আছি। পরে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত একটি হত্যা মামলার আসামি ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

এ বিষয়ে রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা উদঘাটনে পুলিশ কাজ করছে।

Leave a Reply

%d bloggers like this: