কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ক্যাম্পের হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান, নুর ইসলাম ও মোহাম্মদ জাবের।
এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্পের একটি চায়ের দোকানে অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন খবর পেয়ে আমাদের একটি টিম দোকানটি ঘিরে ফেলে। পরে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান আরসার সক্রিয় সদস্য। তার নামে হত্যা মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় শটগান, পিস্তলের দুই রাউন্ড গুলি, রাইফেলের দুই রাউন্ড গুলি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।