কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুহাম্মদ মুজিব (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মুহাম্মদ মুজিব রোহিঙ্গা ক্যাম্প-৮ এর ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্পের পানি চলাচলের নালা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। কে বা কারা হত্যা করেছে তাদের চিহ্নিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।