কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপির নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে পাহাড়ী রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের গোলাগুলিতে এক কনস্টেবল আহত হয়েছেন। গুলিবিদ্ধ মোহাম্মদ কাওসার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
এ তথ্য নিশ্চিত করে এপিবিএন ১৬-এর অধিনায়ক হাসান বারী নুর বলেন, নয়াপাড়া শরণার্থী শিবিরের আই-ব্লক এলাকায় কতিপয় রোহিঙ্গা সন্ত্রাসীরা অপরাধ সংঘটনের জন্য অবস্থান নেয়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা অভিযান চালান। ঘটনাস্থলে পৌঁছালে এপিবিএন সদস্যদের লক্ষ করে গুলি করে রোহিঙ্গা ডাকাতরা।
এ সময় তাদের গুলিতে মোহাম্মদ কাওসার নামের এপিবিএন-এর এক কনস্টেবল আহত হন। বর্তমানে তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।