সাগরে ভাসতে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার করল নৌ বাহিনী

বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ভেসে থাকা ‘এফবি গাউসুল আজম’ নামের একটি মাছধরা নৌকা থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌ বাহিনী।
উদ্ধারকৃতরা হলেন- শামসুল আলম (৩৫), শওকত আলম (৪০), নিশাদুর রহমান (২৫), স্বপন দাশ (৪৫), নিজাম উদ্দিন (৩০), মো. নাছির (২৩), মো. বাদশা মিয়া (৪৮), মো. আইয়ুব আলী (২৮), মো. মফিজ আলম (৪৬), মো. হোসাইন (২৪), সুনীল দাশ (৪৬) ও আবুল কালাম (৩৩)। জেলেরা সবাই স্থানীয় কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার তাদের জীবিত উদ্ধার করে নৌ বাহিনী। আজ বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, মঙ্গলবার বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ভেসে থাকা ‘এফবি গাউসুল আজম’ নামের একটি মাছধরা নৌকা থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার করে বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ পদ্মা। জেলেদের কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে মালিকের কাছে নৌকাসহ হস্তান্তর করা হয়।

Leave a Reply

%d bloggers like this: