স্বামীর সঙ্গে অভিমান করে দুই সন্তানসহ পুকুরে ঝাঁপ!

কক্সবাজারের টেকনাফে পুকুর থেকে রুমানা রুমি নামের এক গৃহবধূ ও তার ৪০ দিনের শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রুমানা রুমি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বেইংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আব্দুর রাজ্জাক সংসারের খরচ এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ায় অভিমানে দুই শিশু সন্তানসহ পুকুরে ঝাঁপ দেন রুমানা রুমি। স্থানীয়রা পাঁচ বছরের শিশু ইয়াছিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে মা ও ৪০ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Leave a Reply

%d bloggers like this: